December 22, 2024, 2:49 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় অ্যালকোহল বিষক্রিয়ায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর বুধবার (২৮ অক্টোবর) ভোরে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের অবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস, ৩৫, ও সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান তারা সবাই এ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে তারা মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন এ্যালকোহল বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তিনি বলেন তারা রাত ১২টা থেকে ৩টার মধ্যে পৃথক পৃথক সময়ে হাসপাতালে ভর্তি হন। তবে এ্যালকোহল তারা একই ভেন্ডর থেকে ক্রয় করেছিল কিনা জানা যায়নি।
কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে তারা অ্যালকোহল পান করেছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে।
ময়নাতদন্তের জন্য তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Leave a Reply