December 22, 2024, 8:49 pm
ইসলামী বিশ^বিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ড. মাহবুবল আরফিনের বড় ও একমাত্র বোন সিতারা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পরিষদের নেতৃবন্দ। পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন এক বিবৃতিতে মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য সিতারা পারভীন দুরারোগ্য ক্যন্সারে আক্রান্ত ছিলেন। ইতোমধ্যে ক্যান্সার নির্মূলে তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু ক্যান্সার মস্তিস্কসহ সারাদেহে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গত শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সোমবার বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৬১ বছর।
Leave a Reply