December 22, 2024, 8:53 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কুমারখালী উপজেলা মৎস্য অধিদপ্তর শুক্রবার (২৩ অক্টোবর) পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ সংরক্ষণ অভিযান২০২০ ভঙ্গ করে ইলিশ ধরার অপরাধে ৩ জন জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করে।
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)কুমারখালী এম এ মুহাই মিন আল জিহান। এছাড়া এ সময়ে আটক করা ৫ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন কুমারখালি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।
জেলেরা হলেন কুমারখালি উপজেলার কোমরকান্দি গ্রামের শাহাদাত প্রামাণিক এর পুত্র হালিম ও আব্দুল্লাহ এবং মোতাই প্রামাণিক এর পুত্র বিপুল।উল্লেখ্য আব্দুল্লাহ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকায় মুক্তি দেওয়া হয়।
Leave a Reply