December 24, 2024, 6:59 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
টাঙ্গাইলের ভূঞাপুরে অপহরণের পর গণধর্ষণ মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
আদালত সুত্রে জানা যায় ২০১২ সালের জানুয়ারি মাসে ভূঞাপুরে এক নারীকে অপহরণ করে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার রায় হলো বৃহস্পতিবার। রায় ঘোষণার সময় সঞ্জিত ও গোপি চন্দ্র শীল নামে দুই আসামি উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি জামিনে বের হয়ে আত্মগোপন করেছেন।
Leave a Reply