December 23, 2024, 6:22 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অপহরণের পর হত্যা করে নদীতে লাশ ডুবিয়ে দেয়ার ৪ দিন পর মাগুরার বারাশিয়া গ্রামের শিশু মাহিদের গলিত মরদেহ নবগঙ্গা নদী থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, গত বুধবার শিশু মাহিদের বাবা মজিরুল ইসলাম সদর থানায় ছেলে নিখোজের ডাইরি করেন।
গত বৃহস্পতিবার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ফোন আসলে পুলিশ ফোন কলের সূত্র ধরে একই গ্রামের প্রতিবেশী আসলামের ছেলে রোহানকে আটক করে। রোহানের স্বীকারোক্তি অনুযায়ী খুলনা থেকে ডুবুরিদল এনে পাশের নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে দ্বিতীয় দিন রোববার সন্ধ্যায় শিশু মাহিদের গলিত লাশ তালের ডোঙ্গার সাথে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ পরিকল্পিত হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলেও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত ১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও নিশ্চিত করেছেন পুলিশের এ কর্মকর্তা।
Leave a Reply