December 22, 2024, 1:59 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুর থানার ওসিকে কুষ্টিয়ার একটি আদালত তলব করেছে। সশরীরে আদালতে হাজির হয়ে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না’ তার ব্যাখ্যা দিতে বলেছে আদালত। সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
জানা গেছে ভুল ধারায় একটি মামলা রুজু করায় ওসি আবুল কালাম আজাদকে এ নির্দেশ দেয়া হয়েছে। আগামীকাল (৭ অক্টোবর) তিনি আদালতে সশরীরে হাজির হবেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর মিরপুর উপজেলার কাতলামারী গ্রামে ১৩ বছরের একটি শিশু বলাৎকারের শিকার হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ওই দিনই মিরপুর থানায় একটি মামলা করেন। মামলায় তরিকুল ইসলাম নামে একজনকে আসামি করা হয়। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩৭৭ ধারায় রজু করে মিরপুর থানা পুলিশ। হাইকোর্টের নির্দেশনা- ১৬ বছর পর্যন্ত ছেলে শিশু বলাৎকারের শিকার হলে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারায় রুজু করতে হবে।
গত ১৩ আগস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে এ সংক্রান্ত একটি চিঠি সারা দেশে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এর পরও মিরপুর থানার ওসি পেনাল কোডের ৩৭৭ ধারায় মামলাটি রুজু করেন।
ওসি আবুল কালাম আজাদ জানান এটি কিভাবে হলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি বিজ্ঞ আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বলে জানান।
Leave a Reply