December 22, 2024, 12:06 pm
নিজস্ব প্রতিনিধি: সকলের জীবন বাঁচাতে পুলিশের অক্লান্ত প্রচেষ্টা, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের এক অংশে বাঁশ দিয়ে ব্যারিকেড কুষ্টিয়া প্রবেশের মুখ বন্ধ করে দিয়েছে কুষ্টিয়া পুলিশ । মঙ্গলবার দুপুরে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয় যাতে কোন লোক কুষ্টিয়ায় প্রবেশ করতে না পারে ।
মরণঘাতি এ করোনাভাইরাস মোকাবেলায়, কুষ্টিয়ার পুলিশ সুপারের নির্দেশনায় খোকসা থানা অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান, সকলের প্রাণ রক্ষার্থে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুষ্টিয়া রাজবাড়ী সীমান্ত বাসের বেরিকেড দিয়ে কুষ্টিয়া জেলার প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে।
ওসি মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনা আমরা এই কঠোর ভূমিকা পালন করছি। কোন পরিবহন তাদের বিশেষ প্রয়োজনে বের হতে পারবে। কিন্তু কুষ্টিয়া জেলাতে ঢুকতে দেওয়া যাবে না। এবং তিনি আরও বলেন আমাদের খোকসা উপজেলায় এখনো কোনো করোণা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। অতএব আমাদের সকলকে সর্তকতা অবলম্বন ও সরকারি নিয়ম কানুন মেনে চলতে হবে।
অন্যদিকে চুয়াডাঙ্গা থেকে যাতে কোন লোক কুষ্টিয়ায় প্রবেশ করতে না পারে সে জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে ।
Leave a Reply