December 22, 2024, 3:13 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ব়্যাব। বুধবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুলতান আলী মন্ডল ওরফে সুলতান হোসেন (৫৭) কুতুবপুর গ্রামের দক্ষিণপাড়ার ফকির মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ১৯৯৫ সালে আলমডাঙ্গা থানার একটি অস্ত্র মামলায় সুলতান আলী ১৪ বছর কারাদণ্ড ভোগ করেন।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুলতান আলী মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা একটি সচল ওয়ান শুটারগান এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
Leave a Reply