December 23, 2024, 3:20 am
হুমায়ূন কবির, খোকসা/
কুষ্টিয়ায় দু’ থানায় ওসি রদবদল হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া সদর মডেল থানা থেকে গেঅলাম মোস্তফাকে খোকসা থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে খোকসা ওসি জহুরুল আলমকে খোকসা থেকে দৌলতপুর থানায় বদলী করা হয়েছে।
রবিবার সকাল সাডে ১০ টার সময় খোকসা থানার ওসি জহুরুল আলম থানার দৌলতপুরে উদ্দেশ্যে রওনা হন তার কিছুক্ষণ পরেই নতুন ওসি গোলাম মোস্তফা ৩৫ তম ওসি হিসাবে খোকসা থানা যোগদান করেন।
উল্লেখ্য চলতি বছরের বাইশে এপ্রিল ৩৪ তম ওসি হিসাবে জহুরুল ইসলাম খোকসা থানায় যোগদান করেন। যোগদানের ৫ মাস ২০ দিনের মাথায় খোকসা থেকে বদলি হয়ে তিনি দৌলতপুর ওসি হিসাবে যোগদান করছেন।
Leave a Reply