December 23, 2024, 4:04 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বাদেমাজু গ্রামের কালিতলার মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে কালিতলা মাঠে কাজ করার জন্য যাচ্ছিলেন বাদেমাজু গ্রামের কৃষকরা। এ সময় মাঠের পাশে একটি বট গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, নিহতের মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে। গলায়ও আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
Leave a Reply