December 22, 2024, 8:57 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাবি/
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বর্ষের যেসব শিক্ষার্থীর লিখিত পরীক্ষা শেষ হলেও মৌখিক পরীক্ষা হয়নি, তাদের মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এএইচএম আসলাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত মতে অনার্স থিসিস, মাস্টার্স থিসিস, এমফিল/পিএইচডি থিসিস মৌখিক পরীক্ষা নেওয়া যাবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের অনার্স-মাস্টার্স শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা যাবে। যেসব অনুষদের অনার্স চতুর্থ বর্ষের প্রজেক্ট প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষা হয়নি, তাদের মৌখিক পরীক্ষা অনলাইনে এবং কম সংখ্যায় হলে উপস্থিতির মাধ্যমে নেওয়া যাবে।
এছাড়া, করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে যেসব এমফিল/পিএইচডি ফেলোদের রেজিস্ট্রেশন/পুনঃভর্তি/সেমিনার দেওয়ার সময় পার হয়েছে, তারা এসব কাজ করতে পারবেন।
Leave a Reply