December 30, 2024, 10:03 pm
দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে ভোটারদের স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশন সুত্রে এটা জানা গেছে।
নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন বলেছেন, ‘ডেলিগেট এবং সংশ্লিষ্ট অন্যদের মধ্যে যাদের করোনা উপসর্গ থাকবে, তারা ভেন্যুতে প্রবেশ করতে পারবেন না এবং ভোট দিতে পারবেন না।’
৩ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ভোটকেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। তাপমাত্রা বেশি ও করোনার অন্যান্য উপসর্গ লক্ষণীয় হলে তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ থেকে ৭ সেপ্টেম্বর মনোয়ননপত্র বিতরণ করা হবে। বাফুফের হিসাব শাখা থেকে মনোনয়নপত্র ক্রয় করা যাবে। মনোনয়নপত্রের মূল্য সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার এবং সদস্য ২৫ হাজার টাকা করে। এ অর্থ অফেরৎযোগ্য।
মনোনয়নপত্র জমা ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫টা, আপত্তি ৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা, বাছাই ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে, প্রত্যাহার মনোনয়নপত্র জমার পর থেকে ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ সেপ্টেম্বর।
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
Leave a Reply