December 22, 2024, 3:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থা ও আলো পরিচালিত ১০ টি যুব সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় এবং একশন এইড বাংলাদেশের সহযোগীতায় কোভিড-১৯ মোকাবিলায় ৩০ দিনের খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ২৪০ টি বিধবা প্রতিবন্ধী ও আদিবাসী পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এনামুল হক, জেলা পরিষদের সদস্য ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, ফুলবাড়িয়া ইউ পি চেয়ারম্যান আব্দুস সালাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার নুরুল ইসলাম নান্নু, প্যানেল মেয়র জমির উদ্দিন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল গণি সান্টু,৭,৮ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লাকী খাতুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু,সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন,সহকারী যুব উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা,ছাতিয়ান ইউপি সদস্য মোমিন মল্লিক,আলোর যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলী।
অনুষ্টানে সভাপতিত্ব করেন আলো’র সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন। কর্মসূচীটি তত্বাবাধান ও পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ।
উল্লেখ্য আলো ্্রনজিও বর্তমান করোনা পরিস্থিতির শুরু থেকেই বিপদগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সহায়তা দিয়ে আসছে।
Leave a Reply