December 22, 2024, 2:48 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬৪ জনের দেহে করোনা সনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সনাক্তের পরিমাণ দাঁড়ালো ২৬৬৬ জন। জেলায় ২৮ আগস্ট পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৫৮ জন।
এদিকে হঠাৎই কুষ্টিয়ায় করোনার তীব্রতা বাড়তে পারার আশঙ্কা দেখা দিয়েছে বলে আভাস দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসন সুত্র জানিযেছে ইতোমধ্যে বিষয়টি নজরে এনে ব্যবস্থা গ্রহনে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭ আগস্ট কুষ্টিয়ার ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় ৬৪ জনের। এর মধ্যে রয়েছে কুষ্টিয়া সদর উপজেলার ৫১ জন, কুমারখালী উপজেলার ৭ জন, খোকসা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলার ২ জন, ভেড়ামারা উপজেলার ২ জন।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৫১ জনের ঠিকানাঃ মজমপুর ১ জন, জেল কারাগার ১ জন, হাউজিং ডি বøক ১ জন, পুলিশ লাইন ১ জন, জগতি ১ জন, থানা পাড়া ২ জন, কুমারগাড়া ১ জন, মিলপাড়া ১ জন, আইলচড়া ১ জন, সদর ৪ জন, জুগিয়া ১ জন, কুষ্টিয়া পৌরসভা ১ জন, আমলাপাড়া ১ জন, আড়ুয়াপাড়া ৩ জন, কোর্টপাড়া ৩ জন, ইউএইচসি কুষ্টিয়া সদর ১ জন, তফাজ্জল হেলথ ক্লিনিক ১ জন, গোশালা গলি ৩ জন, বটতৈল টাকিমারা ১ জন, কেজিএইচ ১৮ জন, হরিশংকরপুর ১ জন ও স্বস্তিপুর ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানাঃ ইউএইচসি কুমারখালী ১ জন, ইসলামী ব্যাংক কুমারখালী ১ জন, দুর্গাপুর ১ জন, জাহেদপুর ১ জন, কুমারখালী ১ জন ও তেবাড়িয়া ২ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জন জনের ঠিকানাঃ মিরপুর ১ জন ও বলিদাপুর ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ
১৬ দাগ ১ জন ও প্রফেসর পাড়া ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ খোকসা ২ জন।
অন্যদিকে পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার ৭৬ , ঝিনাইদহের ৬৩ ও মেহেরপুরের ৩৫টি নমুনা পরীক্ষা হয়। যার মধ্যে চুয়াডাঙ্গা জেলার ২০ জন, ঝিনাইদহ জেলার ২৫ জন ও মেহেরপুর জেলার ৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগী মধ্যে সুস্থ হয়েছেন মোট ২১০১ জন।
এদিকে করোনার তীব্রতা বাড়ার আশঙ্কায় তৎপর হযেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন।
জলা স্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি অবহিত হয়ে জেলা প্রশাসন থেকে ৬ উপজেলা প্রশাসনকে নিদের্শনা দেয়া হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে জনসচেতনতা তৈরি করতে মাইকিং, লিফলেট বিতরণ ও জনগনকে মাস্ক ব্যবহার করতে উদ্বুদ্ধ করা।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চেীধুরী জানান প্রশাসন থেকে ব্যাপক প্রচার -প্রচারনা চালানোর পদক্ষেপ গ্রহন করা হয়েছে। মাস্ক ব্যবহারে যাতে করে কেউ কোন শিথিলতা না দেখায় তার জন্য মোবাইল কোর্টের তৎপরাতা বাড়ানো হযেছে।
Leave a Reply