January 2, 2025, 9:27 pm
বিনোদন প্রতিবেদক : নভেল করোনাভাইস কোভিড-১৯ নিয়ে সরকারের পদক্ষেপ গ্রহণের পর থেকেই তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী উত্তরার নিজ বাসভবনেই আছেন। এই সময়টাতে বিভিন্ন ছোট বড় পারফর্মার ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা নিয়ে অসচ্ছল, ছিন্নমূল, দিনমজুর এবং যারা কর্মহীন মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন।
কিন্তু খ্যাতিমান তারকা দম্পতি জাতির এই সংকটকালে জনগণের জন্য কি করছেন, বা আদৌ করছেন কিনা এই নিয়ে প্রশ্ন ওঠেছে।
এ ব্যাপারে ওমর সানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। আমরা বা আমাদের সংশ্লিষ্টরা যে যা করছেন তার পুরো আপডেটই ফেসবুকে যাচ্ছে। কেউ তথ্য চাইলে সেখান থেকে নিতে পারেন।’ তিনি বলেন, আমার ফ্যান ক্লাব এবং মৌসুমীর ফ্যান ক্লাব পুরোপুরি সক্রিয় আছে। এছাড়া মৌসুমী সাধ্যমত টুঙ্গী এলাকায় ব্যক্তিগত সহায়তা দিয়েছেন। ব্যাপার হলো আমরা ব্যক্তিগত উদ্যোগে যা করেছি বা করছি তা আমরা গণমাধ্যমে জানান দিতে চাই না। সহায়তা দিয়ে গণমাধ্যমে প্রচার করাটাকে আমি গর্হিত বলে মনে করি।’ ওমর সানির ভাষায়, তারা বাড়িতে আছেন। বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তাদের কাছে ফোন দিচ্ছেন। তাদের সঙ্গে কথা বলছেন এবং তারাও গণমাধ্যমকর্মীদের কাছে নিজেদের আপডেট জানাচ্ছেন। কথা বলতে গিয়ে ওমর সানি সকলের কাছ থেকে দোয়া চান এবং সকলের মঙ্গল কামনা করেন। বিভিন্ন সংগঠনের ত্রাণ তৎপরতা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে সকলেই যাতে এই সহায়তা ত্রাণ পান সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘কেউ যেন অভুক্ত না থাকেন।’
Leave a Reply