December 23, 2024, 2:25 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ সাহা বিশু ও অজয় সুরেকা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উপহার দিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত পিপিএম (বার) কে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে পুলিশ সুপারের কাছে ২০০০ মাস্ক ও ১০০০ হ্যান্ড গøাভস তুলে দেন এ দু’ বিশিষ্ট ব্যবসায়ী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
এ দু’ ব্যবসায়ী সাংবাদিকদের বলেন পুলিশ বাহিনী সম্মুখ করোনা যোদ্ধা। শুরু তেকেই করোনা ভাইরাস সংক্রমণ রোধে পুলিশ ভূমিকা রেখে চলেছেন। এতে অনেক অনেক পুলিশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। অনেকে মৃত্যুবরণ করেছেন।
এ সময় পুলিশ সুপার এস এম তানভির আরাফাত এই ক্রান্তিলগ্নে মাস্ক ও হ্যান্ড গøাভস অনেক কার্যকর উপহার। তিনি ব্যবসায়ী বিশ্বনাথ সাহা বিশু ও অজয় সুরেকাকে আন্তরিক ধন্যবাদ জানান।
Leave a Reply