December 23, 2024, 2:07 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, পাংশা, রাজবাড়ী/ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির শোলুয়াবাজারে রবিবার ৯ আগস্ট রাতে অভিযান চালিয়ে আকিদুল ইসলাম (৩০) নামের ১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আকিদুল ইসলাম সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এএসআই আইয়ুব আলীসহ সঙ্গীয় পুলিশ রবিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আকিদুল ইসলাম সিআর ১৭৫/২০১৬ নং মামলার ১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। কশবামাজাইল ইউপির শোলুয়া গ্রামে তার শ্বশুরবাড়ী। শ্বশুরবাড়ী এলাকায় পালিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
আকিদুল ইসলামকে সোমবার পাংশা মডেল থানা থেকে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply