December 22, 2024, 8:48 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় আরো ৭৪ করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯৭১ জনের করোনা সনাক্ত হলো।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭ আগস্ট ৩৭৫ টি স্যাম্পলের (কুষ্টিয়া ২৪৯, চুয়াডাঙ্গা ৯৪ ও মেহেরপুর ৩২) পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ৭৪ জন পজিটিভ সনাক্ত হয়। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৪১ জন, কুমারখালী উপজেলার ১৪ জন, দৌলতপুর উপজেলার ৩ জন, খোকসা উপজেলার ৮ জন, ভেড়ামারা উপজেলার ৪ জন ও মিরপুর উপজেলার ৪ জন।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলার ২৭ জন ও মেহেরপুর জেলার ১৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৬ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৪১ জনের ঠিকানাঃ কুষ্টিয়া সদর ৫ জন, হরিনারায়ণপুর ১ জন, চৌড়হাস আদর্শ পাড়া ১ জন, থানা পাড়া ৩ জন, হাউজিং ডি ব্লক ৬ জন, কাটাইখানা মোড় ১ জন, আড়ুয়া পাড়া ৫ জন, জোতপাড়া মোড় ১ জন, ঘোরাঘাট ১ জন, পদ্ম নগর ১ জন, সিভিল সার্জন অফিস ১ জন, জুগিয়া ১ জন, সিআইডি-জেলা অফিস ১ জন, বড় বাজার ২ জন, নারিকেল তলা ২ জন, কোর্ট পাড়া ১ জন, থানা পাড়া-ক্রিসেন্ট ক্লাব ২ জন, হাউজিং সি ব্লক ১ জন ও কে জি এইচ-কুষ্টিয়া ৫ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১৪ জনের ঠিকানাঃ ইউ এইচ সি-কুমারখালী ২ জন, এলোঙ্গি ২ জন, কালোয়া-কয়া ১ জন, তেবাড়িয়া ১ জন, গোপালপুর-সাদোকি ১ জন, কুন্ডু পাড়া ১ জন, উত্তর ভবানিপুর-নন্দলালপুর ১ জন, গোত্তিয়া-কয়া ২ জন, চাপাইগাছি ১ জন, পাইক পাড়া ১ জন ও চাপড়া ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ হাসপাতাল পাড়া ২ জন, অঞ্জনগাছি ১ জন, ইউ এইচ সি-মিরপুর ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ
লক্ষীখোলা- রিফায়েতপুর ১ জন, ইউ এইচ সি -দৌলতপুর ১ জন ও বাগোয়ান-মথুরাপুর ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানাঃ
কমলাপুর-জানিপুর ২ জন, মোড়াগাছা ১ জন, থানাপাড়া ১ জন, জয়নাবাদ-মন্ডলপাড়া ২ জন, গনেশপুর-ওসমানপুর ১ জন ও কোমড় ভোগ-ওসমানপুর ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ
রামকৃষ্ণপুর-খেমিরদিয়ার ১ জন, হাসপাতাল রোড ১ জন ও গাছিয়া দৌওলতপুর ২ জন।
Leave a Reply