December 22, 2024, 8:20 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় স্কুল শিক্ষকসহ ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে খোকসা পুলিশ।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইদ্রিস আলী জানান বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের গণেশপুর বাজারে দুই শিক্ষকসহ ৫ জন মিলে জুয়ার আসর বসিয়েছিল।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং জুয়াখেলা অবস্থায় গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো চাঁদট ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান (৫৮) ও সহকারি শিক্ষক আবু নাসের হাসান জাহিদ (৫২)। আজইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪৫), একই গ্রামের মোঃ মাহবুবুর রহমান (৪৬), গনেশপুর গ্রামের মৃত রহমান সাহা ছেলে রহিম সাহা (৬০), শাহাদাত হোসেনের ছেলে সুমন (৩৫) ও মোঃ আমান বক্সের ছেলে হাশিম রেজা (২২)।
ওসি জানান তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) তাদেরকে কুষ্টিয়া কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply