December 22, 2024, 8:27 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
জেলার কুমারখালীতে রোজিনা পরিবহনের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমান করেছে। মঙ্গলবার (৩ আগষ্ট) অভিযান পরিচালনা করে কুমারখালীর এসিল্যান্ড মুহাইমিন আল জিহানের নেতৃত্বে মোবাইল কোর্ট।
মোবাইল কোর্ট সুত্রে জানা যায়, রোজিনা এন্টারপ্রাইজ কর্তৃক যাত্রীদের নিকট থেকে অগ্রিম টিকেট বাবদ অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। যেটা সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘন। এই অপরাধে একই আইনের ৮০ ধারায় বর্নিত শাস্তির আওতায় রোজিনা এন্টারপ্রাইজকে ১০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া অতিরিক্ত অর্থ নেয়া যাত্রীদের ভাড়ার অতিরিক্ত অংশ ফেরত দেওয়ানোর ব্যবস্থা করা হয়।
জানা যায় রোজিনা পরিবহন ঈদের কয়েকদিন আগে থেকে ঢাকা ও কমুারখালীতে যাত্রীদের প্রায় জিম্মি করে এই কাজ করে আসছিল।
পরিবহনটির বর্তমান যাত্রী সেবাও খুব ভাল নয় বলে জানান উপস্থিত অনেক যাত্রী।
Leave a Reply