December 22, 2024, 3:06 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেছেন ডিজিটাল অগ্রগতি অর্জনে বাংলাদেশ ২০২১ সালে পরিপূর্ণতা লাভ করবে। এই পরিপূর্ণতা
২০৩০ সালের মধ্যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করবে এবং যা আগামী ২০৪১ সালের একটি উন্নত বাংলাদেশ এনে দেবে।
ব্যারিস্টার সেলিম আফতাফ সোমবার (২৭ জুলাই) কুষ্টিয়ার কুমারখালীতে অনলাইন স্কুলের উদ্বোধন করেন। তিনি সেখানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় কুমারখালী অনলাইন ফেসবুক নামে একটি পেজেরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান। উপজেলা মাধ্যমিক অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় আরো উপস্থিতি ছিলেন শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশীদ, কুমারখালী সরকারি কলেজের প্রভাষক রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী মাসুদ রানা সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং আইটি শিক্ষকগণ।
সেলিম আলতাফ বলেন চলমান দূর্যোগেও যাতে শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে তার জন্য অনলাইন শিক্ষার এই উদ্যোগ। অনলাইনে শিক্ষার্থীরা ঘরে বসে পাঠ নেবে। পরীক্ষার সিদ্ধান্ত পড়েও নেয়া যাবে।
তিনি আশা প্রকাশ করেন আগামী সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার কথা সরকার ভাবছে। পরিস্থিতি অনুকুলে থাকলে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করে সকল ক্ষতি পুসিয়ে নেয়া যাবে।
Leave a Reply