December 22, 2024, 9:44 pm
রিয়াজুল ইসলাম: বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এতে গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে মঙ্গলবার (৩১ মার্চ) কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ হতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার ২ হাজার পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবন সম্বলিত প্যাকেট বিতরণের জন্য কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় পুলিশ সুপার এস,এম তানভীর আরাফাত বিতরণ করেন।
ছাড়াও জেলার অন্যান্য এলাকায় অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আতিকুর রহমান, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচাজ গোলাম মোস্তফা, ওসি অপারেশন মামুন, তদন্ত ওসি আনুন যায়েদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply