December 23, 2024, 6:53 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোর-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পান্
নির্বাচনে আওয়ামী লীগ থেকে শাহীন চাকলাদার, বিএনপি থেকে আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টি থেকে হাবিবুর রহমান প্রার্থী ছিলেন। বিএনপি এ ভোট বর্জন করে। তবে তারপরও ধানের শীষ প্রতীকে ২ হাজার ১২ ভোট এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকে ১ হাজার ৬শ ৭৮ ভোট পড়েছে।
এ আসনে ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৬৭ জন ভোট দিয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা রেখে সকাল থেকে বিকাল ৫টার পর্যন্ত ভোট গ্রহণ চলে।
গত ২১ জানুয়ারি যশোর-৬ আসনের এমপি ইসমাত আরা সাদেক মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
Leave a Reply