December 22, 2024, 3:59 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অমিতাভ বচ্চনের পর এবার তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও করোনা আক্রান্ত হয়েছেন। অভিষেকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা টুইট করে নিজেই জানিয়েছেন জুনিয়র বচ্চন। লিখেছেন, ‘একদিন আগে আমার বাবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। এবার আমারও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এলো। আমরা দুজনেই হাসপাতালে ভর্তি। তবে আমাদের করোনার লক্ষণ খুব ভয়াবহ কিছু নয়। আমরা এই বিষয়টা সকলকে জানিয়েছি। আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও টেস্ট করা হচ্ছে। অনুরোধ করছি দয়া করে শান্ত থাকুন, প্যানিক করবেন না। ধন্যবাদ’
এর আগে শনিবার, ১১ জুলাই রাতে নিজের অসুস্থতার কথা নিজেই টুইট করে জানান বিগ বি। টুইট করে তিনি জানান যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তার পরিবারের সদস্য ও স্টাফদেরও পরীক্ষা করা হয়েছে।
সেই পরীক্ষার পরই অভিষেক বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এলো।
কয়েক ঘণ্টার ব্যবধানে পিতাপুত্রের একসঙ্গে করোনায় আক্রান্ত হওয়ার খবরটি বেশ আতঙ্কের তৈরি করেছে বলিউডে। আশঙ্কা করা হচ্ছে অমিতাভের স্ত্রী জয়া বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই, নাতি আরাধ্য এবং অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চনের ছেলে অগ্যস্ত নন্দও করোনায় আক্রান্ত হতে পারেন।
এদিকে টুইটারে অনুপম খের, অর্জুন রামপাল, সোনম কাপুর, সোনো সুদ, রাজকুমার রাও, ইয়ামি গুপ্তাসহ অনেক তারকাই অমিতাভ বচ্চনের জন্য প্রার্থনা জানিয়েছেন।
Leave a Reply