December 23, 2024, 1:50 am
শাহীন আক্তার পলাশ, শৈলকুপা/
ঝিনাইদহের শৈলকুপায় আত্মহত্যার উদ্দেশ্যে স্বামী সাইফুল ইসলাম ও স্ত্রী লাইলী এক সাথে বিষপান করেছে। এদের একজন ষার্টোধ অন্যজন ৫০। এতে স্বামীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পৌর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামে। মৃতের নাম সাইফুল ইসলাম। বয়স ৬৫।
সাইফুল ইসলাম মাগুরার শ্রীপুর উপজেলার ছাচিলাপুর গ্রামের মৃত মইজউদ্দিন শেখের ছেলে। বৈবাহিক সূত্রে তিনি বালিয়াডাঙ্গা গ্রামে গত ৪০ বছর যাবৎ বসবাস করছিলেন।
সাইফুল ইসলামের মেয়ে মেরিনা খাতুন জানান, প্রায়ই তার মায়ের সাথে বাবার পারিপারিক কলহ লেগেই থাকতো। শুক্রবার রাতেও একই ঘটনা ঘটে। এরই জের ধরে তার বাবা রাত ১০টার দিকে বিষপান করলে তার দেখাদেখি তার মাও একই কাজ করে। পরে ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশীরা উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য ভবনে নিয়ে গেলে রাত ১২টায় তার বাবা মারা যায় এবং মা হাসপাতালে চিকিৎসাধীন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply