December 23, 2024, 10:11 am
এম. আর পলল/
কুষ্টিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৪১। এ নিয়ে জেলার ৬ উপজেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৮৭৯।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯ জুলাই কুষ্টিয়ার ১৭৭ স্যাম্পল টেষ্ট করা হয়। এর মধ্যে ৪১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৮ জনের মধ্যে হাউজিং এ বøক ১ জন, জুগিয়া ২ জন, থানাপাড়া ২ জন, কাস্টমস মোড় ১ জন, পূর্ব মজমপুর ১ জন, চৌড়হাস জন, আমলাপাড়া ১ জন, কমলাপুর ১ জন, শিমুলিয়া ১ জন, বাড়াদি ১ জন, হাউজিং ১ জন, কালিশংকরপুর ১, গোসালা রোড ১, মঙ্গলবাড়িয়া ২ জন, কবুরহাট ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জন দৌলতপুর, জয়রামপুর, কল্যাণপুরের। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের বাড়ি খন্দকবাড়িয়া। ভেড়ামারা উপজেলার আক্রান্ত ১ জনের বাড়ি ভোড়ামারা।
কুমারখালি উপজেলার আক্রান্ত ১৮ জনের মধ্যে মহেন্দ্রপুর ১ জন, কামারকান্দি ১ জন, বাটিকামড়া ১ জন, ছেউড়িয়া ১ জন, নগরসুতা, চাপড়া ৪ জন, গোপগ্রাম ১ জন, তেবাড়িয়া ১ জন, অগ্রণী ব্যাংক ৩ জন, আগারকুণ্ড ১ জন, হাসিমপুর ১ জন, ইলংগি ১ জন, সারিয়াকান্দি ২ জন।
Leave a Reply