December 22, 2024, 12:33 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা গ্রামের সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে দিনটি মামলা দায়ের হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে মোট ১২ জনকে।
কুমারখালি থানায় দায়ের করা ৩টি মামলায় ১১৫ জনকে আসামি করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার (৬ ই জুলাই) এর গোলমাল বাদী বিবাদী দুই গ্রুপের দুটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া পুলিশের উপর আক্রমণ ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে কুমারখালী থানা পুলিশ।
Leave a Reply