December 22, 2024, 8:40 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ায় নতুন করে ৩৯ জন করোনা আক্রান্ত হযেছে। এ নিয়ে মোট আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ৭২৩।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫ জুলাই মোট ৩৭০ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৮০, চুয়াডাঙ্গা ৭৬, ঝিনাইদহ ৬৯, মেহেরপুর ৩১, পাবনা ১১, নাটোর ১, নড়াইল ১, কিশোরগঞ্জ ১) টেস্ট হয়।
এর মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলায় ৩৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এর মধ্যে সদর উপজেলার ২০ জন, কুমারখালী উপজেলায় ৭ জন, দৌলতপুর উপজেলার ৪ জন, খোকসা উপজেলায় ২জন, মিরপুর উপজেলায় ১ জন ও ভেড়ামারা উপজেলায় ৫ জন।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলায় ১৭ জন, পাবনা জেলায় ১ জন ও ঝিনাইদহ জেলায় ১৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া মিরপুর উপজেলার ১, চুয়াডাঙ্গা জেলায় ১ জন ও ঝিনাইদহ জেলার ২ জন মোট ৪ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২০ জনের মধ্যে আইলচারা ১ জন, থানাপাড়া ১ জন, কমলাপুর ১ জন, বটতৈল ১ জন, কানাবিলের মোড় ১ জন, চেচুয়া ১ জন, কালিশংকরপুর ১ জন, কোর্টপাড়া ৩ জন, চৌড়হাস ২ জন, হাউজিং ১ জন, মঙ্গলবাড়িয়া ২ জন, কদমতলা ১ জন, জুগিয়া ২ জন, উদিবাড়ি ১ জন, মোল্লাতেঘরিয়া ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে পূর্ব ভেড়ামারা ১ জন, উপজেলা পাড়া ১ জন, চর দামুড়দিয়া ১ জন, ১৬ দাগ ২ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে গরুরায় ১ জন, দৌলতপুর ১ জন, আল্লারদরগা ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৭ জনের মধ্যে কুমারখালী ১ জন, সারকান্দি ২ জন, বাশগ্রাম ২ জন, শিলাইদহ ১ জন, ছেউড়িয়া ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের মধ্যে চকহরিপুর ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা পাসপোর্ট অফিস।
Leave a Reply