December 22, 2024, 7:49 pm
হুমায়ুন কবির/
কুষ্টিয়ার খোকসায় নন-এমপিও ১৪৭ শিক্ষক/কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ১০৮ জন শিক্ষক ও ৩৯ জন কর্মচারী রয়েছে।
রবিবার ( ০৫ জুলাই ) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সাদিয়া জেরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুমিনুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলার কর্মকর্তা-কর্মচারীগণ।
এ সময় ব্যারিস্টার জর্জ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী সকল পেশা ও শ্রেণীর মানুষের সামাজিক সুরক্ষায় তাদের বিভিন্ন প্রণোদনা ও নগদ অর্থ সাহায্য দিয়ে আসছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তার দায়বদ্ধতা থেকে যেমন আপনাদের পাশে দাঁড়ালেন আপনারাও আপনাদের কর্মস্থলে সঠিক দায়িত্ব পালন করে আগামী ভিশন ৪১ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
প্রত্যেক শিক্ষক ৫ হাজার টাকা এবং কর্মচারী আড়াই হাজার টাকা পেয়েছেন। মোট ৬ লাখ ৩৭ হাজার ৫’শ টাকার চেক বিতরণ করা হয়েছে ।
এসময় বিশেষ অনুদানের চেক পাওয়া শিক্ষক/কর্মচারীরাগণ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
Leave a Reply