December 22, 2024, 8:49 pm
হুমায়ূন কাবির, খোকসা/
২০১৯-২০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় কুষ্টিয়র খোকসার শিমুলিয়া ইউনিয়নের ছৈবাধা বিলে পোনা অবমুক্ত করা হয়।
রবিবার (৫ ‘জুন) দুপুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন , সহকারি কমিশনার ভূমি সাদিয়া জেরিন, উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান, মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারী ও বিলের সুফল ভোগীরা।
উল্লেখ্য দুই মাস আগে ছৈবাধা বিল নার্সারী পুকুরে দুই কেজি রেণু মজুদ করা হয় যা থেকে আনুমানিক চার লক্ষ পোনা উৎপাদিত হয়েছে। এবারের রাজস্ব বাজেটের আওতায় খোকসার দুটি বিলে ( বিহারিয়া ও ছৈবাধা) বিল নার্সারী স্থাপন করা হয়। বিল নার্সারিতে দুটাতেই প্রাকৃতিক মাছের উৎস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হলো।
Leave a Reply