December 22, 2024, 10:08 pm
হুমায়ুন কবির /
পারিবারিক কৃষির আওতায় সবজি ও পুষ্টি বাগান স্থাপন কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ সার ও অন্যান্য উপকরণ বিতরণ সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসে অনুষ্ঠিত হয়।
উপজেলার ৯ টি ইউনিয়নের ২৮২ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সবজি বীজ, সার ও নগদ অর্থ কৃষকদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন বøকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকগণ।
Leave a Reply