December 22, 2024, 2:48 pm
নিজস্ব প্রতিবেদক: ‘প্রশাসন বাহিরে আছে, নিজেদের সুরক্ষায় আপনারা ঘরে থেকে আমাদের সহযোগিতা করুন’ এই শ্লোগানকে সামনে রেখে দৌলতপুর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে রাত-দিন উপজেলার বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় ব্যস্ততম সড়কে পিকআপ ভ্যানযোগে প্রচারনা চালিয়ে যাচ্ছে দৌলতপুর উপজেলা প্রশাসন।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের দিক নির্দেশনায় দৌলতপুর থানা পুলিশ কয়েকটি বড় দলে বিভক্ত হয়ে টহল বের করে জনস্বার্থে কাজ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা বিভিন্ন বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনমূলক প্রচারনা চালানো হচ্ছে।
এছাড়া করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনের কঠোর অবস্থানের কারনে দৌলতপুর উপজেলার রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। বৃহষ্পতিবার সকাল থেকে ওষুধ ও নিত্যপযোজনীয় পন্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, জরুরী সেবাপ্রদানকারী দপ্তর ব্যতীত সকল সরকারী-বেসরকারী অফিস এবং যানবাহন বন্ধ রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রয়োজন ছাড়া জনসাধারনকে বাইরে বের না হওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। দুজনের বেশি লোক একত্রিত হলেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। নিয়ম না মেনে দোকান খোলা রাখলে গুনতে হচ্ছে জরিমানা। অযথা বাইরে বের হলে ও মাস্ক না পরলেই ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি জানিয়ে মাইকিং করছে প্রশাসন।
Leave a Reply