December 22, 2024, 3:14 pm
এম আর পলল/
কুষ্টিয়ায় আরো ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে, রির্পোট ২৫ জুন। এ নিয়ে জেলায় মোট কোভিড শনাক্ত দাঁড়ালো ৪৯৭। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন।
২৫ জুন কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কুষ্টিয়া জেলার ১৯৬ টি নমুনার ফলাফল তৈরি হয়। এর মধ্যে ৩৬ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়।
নতুন আক্রান্তেদের মধ্যে দৌলতপুরে ৩ জন, সদরে ১৭ জন, কুমারখালীতে ৮ জন, ভেড়ামারায় ৮ জন।
সদর উপজেলায় আক্রান্ত ১৭ জনের মধ্যে থানাপাড়া ১, কোর্টপাড়া ১, জুগিয়া মঙ্গলপাড়া ১, হাউজিং ১, কুমারগাড়া১, কাস্টম মোড় ১, বিআরবি ১, বড় আইলচাড়া ১,ফুলতলা ১, বিইবি জুগিয়া ১,জগতি ১, মঙ্গলবাড়িয়া বাজার ১,আড়ুয়াপাড়া ৩, বিআরবি টাওয়ার ১ জন, খেজুরতলা ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে কয়া ১, ইউএইচসি ১, সুলতানপুর ১, পৌরসভা ১, কুন্ডুপাড়া১, শেরকান্দি ৩ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে ওয়ালটন প্লাজা ১, গঙ্গারামপুর১, জয়রামপুর ১ জন। ভেড়ামারায় আক্রান্ত ৮ জনের মধ্যে কুন্ডুপাড়া ২, নওদাপাড়া২, ষোলোদাগ২, ধুবাইল ১, মাধবপুর ১ জন।
নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২৫ জন, মহিলা ১১ জন।
এখন পার্যন্ত উপজেলা ভিত্তিক শনাক্তের মধ্যে দৌলতপুর ৬৪, ভেড়ামারা ৭২, মিরপুর ৩৬, সদর ২৩৮,কুমারখালী ৬৬, খোকসা ২১। এর মধ্যে পুরুষ রোগী ৩৭২, নারী ১২৫। এখন সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ১২৭ জন। উপজেলা ভিত্তিক সুস্থ ১২৫ জন (দৌলতপুর ২৪, ভেড়ামারা ১৭, মিরপুর১৩, সদর৩৯,কুমারখালী ২১, খোকসা ১১)।
জেলায় বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন।
এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন (কুমারখালী -১, দৌলতপুর-১, ভেড়ামারা-১,কুষ্টিয়া সদর ৩ )
মৃতদের মধ্যে পুরুষ ৫, মহিলা ১।
Leave a Reply