December 22, 2024, 9:08 pm
এম. আর. পলল/
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করোনাকালীন পরিস্থিতিতে জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করেছে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী ৩১/১২/২০২০ পর্যন্ত সড়ক পরিবহন সংক্রান্ত কাজে ব্যবহৃত সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ ও নবায়নের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য সুযােগ প্রদান করা হলাে।
প্রজ্ঞাপনটিতে আরো উল্লেখ করা হয় বিআরটিএ সড়ক পরিবহন মালিকদের আগামীতে আর কোনাে সুযােগ দেওয়া হবেনা। একইসাথে আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Leave a Reply