December 23, 2024, 1:59 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২২ জুন (সোমবার) আরও ১১ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৫।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২ জুন কুষ্টিয়ার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১টি পজিটিভ পাওয়া যায়।
এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলায় ১ জন, মিরপুর উপজেলায় ১ জন ও খোকসা উপজেলায় ৩ জন মোট ১১ জন।
সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে চৌড়হাস ১ জন, পূর্ব মজমপুর ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, মারকাস গলি ১ জন, চর আমলাপাড়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের বাাড় খয়েরছাড়া গ্রামে। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের বাড়ি মহিশকুন্ডি। মিরপুর উপজেলায় আক্রান্তের বাড়ি ছাতিয়ান। খোকসা উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে চকহরিপুর ১ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্সর ২ জন।
অন্যদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মেহেরপুরের ২৫টি ও চুয়াডাঙ্গার ৩০ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মেহেরপুর জেলায় ৫ জন ও চুয়াডাঙ্গা জেলায় ৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলার ১ জন ও মেহেরপুর জেলার ১ জন মোট ৪ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
Leave a Reply