December 23, 2024, 2:43 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,চুয়াডাঙ্গা/
২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় দুই শিশু ও তিন পুলিশ সদস্যসহ নতুন করে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৬ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯০ জন ও মারা গেছেন ২ জন।
শনিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩৯ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার জাফরপুর গ্রামের ঢাকা ফেরত দুই শিশুসহ একই পরিবারের চারজন ও দামুড়হুদা মডেল থানার দুই পুলিশ সদস্য এবং একই থানার দুলালনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এক উপ-পরিদর্শক। আক্রান্ত পুলিশ সদস্যদের সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে ও বাকীদের বাড়ি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply