December 23, 2024, 4:46 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইক বিধ্বস্ত হয়েছে। ঘটনায় ইজিবাইক চালকসহ মারাত্মক আহত হয়েছে বাইকের ৩ যাত্রী।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলা লাহিনী চারা বটতলায় শুক্রবার আনুমানিক বেলা ১২টার দিকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ৩ জন যাত্রীনিয়ে ইজিবাইকটি ঢাকা রোড থেকে নিচের রাস্তায় নামার সময় একটি ড্রাম ট্রাক এসে ইজিবাইকটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয় ইজিবাইকের চালকসহ তিন যাত্রী।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের পরিচয় পাওয়া যায়নি। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Leave a Reply