December 22, 2024, 9:51 pm
দৈনিক কুষ্টিয় প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত শুক্রবার (১২ জুন) বিভিন্ন স্থানে নির্দেশনা অমান্য মাস্ক না পড়া জনগনের অভিযান চালিয়েছে। মাস্ক না পড়ায় তাদেরকে জারিমানা করা হয়েছে, পরে আবার তাদেরকে মাস্ক ই উপহার হেসেবে প্রদান করা হয়েছে।
জানা যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ও খাদিজা খাতুন এর নেতৃত্বে পরিচালিত হয় উক্ত মোবাইল কোর্ট। কুষ্টিয়া জেলা শহর ও বিভিন্ন হাট-বাজারে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী ত্রিশজনকে বিভিন্ন পরিমানে অর্থদন্ডের শাস্তি প্রদান করা হয়।
শাস্তি আরোপের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শাস্তিপ্রাপ্ত সকলকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে কাপড়ের তৈরি মাস্ক উপহার দেওয়া হয়।
Leave a Reply