December 22, 2024, 12:12 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে।
বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ডক্টর সরওয়ার মুর্শেদ এর ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে ক্যাম্পাসে ১০০ টি পলাশ ফুল এবং ১০০টি শিমুল ফুলের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি ডক্টর মো: রবিউল হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি ডক্টর মিয়া মোঃ রশিদুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মনজুর রহমান, ডক্টর মো: সাইফুজ্জামান, ডক্টর তপন কুমার রায়, ডক্টর শেখ রেজাউল করিম এবং কুষ্টিয়া জেলার বন বিভাগের কর্মকর্তাগণ।
বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তার সম্পর্কে ড. সরওয়ার মুর্শেদ বলেন, প্রকৃতিই আমাদের বাঁচিয়ে রাখে। আর এ প্রকৃতির প্রধানতম উপদান হলো বৃক্ষ। বৃক্ষ বেঁচে থাকলেই মানুষ বেঁচে থাকবে।
তিনি বলেন, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলি। সেটার থেকেও কোন অংশে ভয়ংকর কম হবে না যদি পৃথিবীতে বৃক্ষ না থাকে। প্রকৃতিই এই ভয়ংকর প্রতিশোধ নিয়ে নেবে। তাই গাছ লাগিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা যখন ক্যাম্পাস থেকে লেখাপড়া শেষ করে চলে যাবেন প্রত্যেকেই যেন একটি করে গাছ লাগিয়ে যান।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা সানন্দে অংশ গ্রহণ করে।
Leave a Reply