December 21, 2024, 9:53 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পদ্মার অব্যাহত ভাঙনে প্রায় সর্বস্ব হারানো ভাঙননের মুখে পড়া ৬টি গ্রামের কয়েকশ পরিবার এবার কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখলো ৩ ঘন্টা। মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপরু ২ টা পর্যন্ত চলে এ অবরোধ। এতে অংশ নেন মিরপুর উপজেলার হলবাড়িয়া, বারুইপাড়া, তালবাড়িয়া, খাদিমপুর, সাহেবনগর, মির্জানগর ও ঘোড়ামারার কয়েকশ পরিবার।
এর আগে গত সোমবার এসব অসহায় পরিবারগুলো কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও করে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহনের আশ^াসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার কওে ভুক্তভোগীরা।
জানা যায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে মহাসড়কের তালবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ভাঙনের শিকার ব্যক্তিরা। এ সময় দক্ষিণ-উত্তরবঙ্গেও একমাত্র সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন হড়ে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ। চরম দুর্ভোগে পড়েন দুরগামী যাত্রীরা।
পরে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের নির্দেশে ঘটনাস্থলে যান ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান।
তারা দ্রæত ব্যবস্থা গ্রহনের আশ^াস দিলে বিক্ষোভকারীরা সড়ক ছাড়েন। সাড়ে তিনটা নাগাদ যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সাহেবনগর বেড়িবাঁধসহ ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার কাজ শুরু হবে। তিনি বলেন, দুই মাসের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।
Leave a Reply