December 22, 2024, 12:39 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের অন্যতম বুদ্ধিজীবী, বিশিষ্ট কলাম লেখক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মুঈদ রহমান মারা গেছেন। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পরিচালক ড. আমানুর আমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যাপক মুঈদ রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুবব করেন। কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের পক্ষ থেকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে বলে জানানো হয়েছে।
কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে তারা জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।
তার মুত্যুর খবর শুনে রাতেই সেখানে উপস্থিত হন বিশ^বিদ্যালয়ের শিক্ষক কমকর্তা কর্মচারী ও তার বিভাগ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
ভাইস চ্যান্সেলরের অবর্তমানে বিশ^ব্দ্যিালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী তার মোক বার্তায় বলেন, মূঈদ রহমানের মৃত্যুতে দেশ একজন সূর্য সন্তান হারিয়েছে। তার মতো গুণী একজন শিক্ষক হারিয়েছে ইসলামী বিশ^বিদ্যালয়। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞান করেছেন।
মুঈদ রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শেখ আবদুস সালাম। তিনি তার শোক বার্তায় বলেছেন মুঈদ রহমানের বিশ^বিদ্যালয়ের একাডেমিক জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমার লাল্টু, বর্তমান আহবায়ক ড. আমানুর আমান ও সদস্য-সচিব প্রফেসর অজয় মৈত্র। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।
Leave a Reply