December 22, 2024, 10:08 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুবই ঠুনকো বিষয় নিয়ে আবারও বাস ও সিএনজি চালকের দ্ব›েদ্বর জেরে কুষ্টিয়া থেকে দুটি রুটে বাস ও সিএনজি চলাচল বন্ধ হয়ে গেছে। রুট দুটি হলো কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর-মহিষকুন্ডি। ৩ সেপ্টেম্বর এরই বন্ধের ঘোষণা আসার পর বিভিন্নভাবে দ্ব›দ্ব নিরসনের চেষ্টা করা হলেও তা ফলপ্রসু হয়না। ফলে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল হামিদ মুকুল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে সিএনজি চালকদের সঙ্গে বাসচালকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ সময় সিএনজিচালকরা কয়েকজন চালকসহ শ্রমিকদের মারধর করেন।
এসময় ঐ রুটে বাস নিয়ে এলে বাস শ্রমিকদের পাণনাশের হুমকিও দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
ঐ শ্রমিক নেতা জানান, এরই জেরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া-মেহেরপুর ও প্রাগপুর-মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত বিষয়টি সমাধানের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলছে বলেও জানান এই শ্রমিক নেতা।
কুষ্টিয়া থেকে মেহেরপুরের প্রায় ৬৩ কিলোমিটার সড়ক যোগাযোগ রয়েছে। অন্যদিকে, কুষ্টিয়া প্রাগপুর-মহিষকুÐির মধ্যে রয়েছে প্রায় ৪৫ কিলোমিটারের সড়ক যোগাযোগ।
এদিকে হঠাৎ করে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। এই রুটগুলোতে অতি সামান্য কারনেই প্রায় এ ধরনের ঘটনা ঘটে।
এই বছরের মার্চ মাসে বাসের ট্রিপ কম-বেশী করা নিয়ে কুষ্টিয়া মেহেরপুর রুটে বাস বন্ধ হয়ে যায়। প্রায় মাস খানেক পর যানবাহন চলাচল শুরু হয়।
Leave a Reply