December 22, 2024, 3:39 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বন্যা দূর্গত বানভাসি মানুষের জন্য কুষ্টিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, কলাকুশলী এবং কর্মী “সংস্কৃতিক কর্মীবৃন্দ কুষ্টিয়া” শীর্ষক ব্যানারে সংগৃহীত অর্থ বানভাসি মানুষের সাহাযার্থে গঠিত দুটি ফান্ডে প্রদান করা হয়েছে।
কার্যক্রমে নেতৃত্ব দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ড. সরওয়ার মুর্শেদ। তিনি জানান, ২৫, ২৭ এবং ২৮ আগষ্ট তিন দিনব্যাপী এ কার্যক্রমে কুষ্টিয়া শহরের এন, এস, রোড, এবং বড়বাজারের বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া হয়। এসময় বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মী, কবি, লেখক, শিল্পী এবং কলাকুশলী যথাক্রমে আতিয়ার রহমান, আসলাম আলী, কনক চৌধুরী, তুলিকা বিশ্বাস, আকাশ চক্রবর্তী, আব্বাস খন্দকার, আব্দুল্লাহ সাঈদ, মোহিত চন্দ গোবিন্দ, নজরুল ইসলাম খোকন, ইমতিয়াজ হাসান দিপু, জাহাঙ্গীর আলী খান, প্রসেনজিৎ মন্ডল, শুভ্রা ঘোষ, কৌশিক রহমান, সুনীল দাস , তামিম হাসিবুর, রায়হানুল ইসলাম, প্রদীপ কর্মকার, ড. সাইফুজ্জামান, মাহবুবুর রহমান, সাহেদ জামান, তিলোত্তমা বিশ্বাস, হৃদিমা সরকার শিল্পী, শিরিন বানু, প্রণব বিশ্বাস শিতু, লামিয়া সুলতান পাবনি, প্রত্যয় বিশ্বাস, গৌতম ধর , মীর আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনদিনের এই কার্যক্রমে সর্বমোট ৩৫ হাজার টাকা পাওয়া যায়। এই অর্থ থেকে ২০ হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ- তহবিলে এবং ১৫ হাজার টাকা প্রথম আলোর ত্রাণ- তহবিলে ব্যাংকের মাধ্যমে প্রেরণ করা হয়। ত্রাণের অর্থ সাহায্যের জন্য সকল স্তরের জনগণকে কুষ্টিয়ার শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Leave a Reply