January 2, 2025, 9:18 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি জলাশয় থেকে আগুনে পোড়া দুটি দুইটি বন্দুকের খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। ১৭ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের রাস্তার পাশে জলাশয় থেকে এই আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
পুলিশের ভাষ্য, ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র লুটপাট করেছিল দুর্বৃত্তরা। উদ্ধার করা বন্দুক ২টি কুষ্টিয়া মডেল থানার।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, মহিষাখোলা গ্রামের কৃষক মো. জালাল উদ্দীন (৪৮) পাট ধুতে নামেন ঐ জলাশয়ে। তিনি জলাশয়ে কোমড় পর্যœ পানিতে ছিলেন। এসময় তার পায়ের নিচে শক্তকিছু পড়লে তিনি হাত দিয়ে সেটি তুলে দেখতে পান একটি বন্দুক। এলাকার লোকজনও সেটি দেখতে পান। পরে ঐ কৃষক তার চার হাতের মধ্যে ঐ পানিতেই আরেকটি বন্দুক পান।
স্থানীয়রা খবর দিলে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র দুটি উদ্ধার করে নিয়ে যায়। ওসি আকিবুল জানান, আইনি প্রক্রিয়া শেষে অস্ত্রগুলো কুষ্টিয়া মডেল থানায় জমা দেওয়া হবে।
এর আগে র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন কুষ্টিয়া কোমস্পানির সদস্যরা ১৪ আগষ্ট ‘কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি শর্টগান ও ১টি এক নলা বন্দুক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply