December 22, 2024, 2:30 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
কুষ্টিয়ায় অতি সামান্য কারনে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে ৮ বছরের একটি শিশু। কুষ্টিয়ার মিরপুরে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সোমবার দুপুরে ঘটেছে এ ঘটনা। হত্যার কিছুক্ষন পরেই পুকুর থেকে হাত পা বাঁধা শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে দুজন সন্দেহভাজন খুনীকে।
হতভাগা শিশুটির নাম দিপু আলী। সে একই গ্রামের রাজন আলীর ছেলে।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হামিদ জানান, সোমবার বিকেলে কয়েকজন শিশুর সাথে একটি পুকুরের ধারে কাদা মাখামাখি খেলছিল দিপু। এসময় পাশেই ঘুড়ি উড়াচ্ছিলো বেশ কয়েকজন যুবক। একপর্যায়ে একটু কাদা ঐ যুবকদের কারো গায়ে ছিটে পড়ে। এতে রাগান্বিত হয় তারা। এরপর ঐ যুবকরা শিশুটিকে আড়ালে ডেকে নিয়ে কলাগাছের পাতলা ছালকে রশি বানিয়ে হাত পা বেঁধে পুকুরে ছুঁড়ে দেয় ঐ পুকুরেই যেখানে খেলছিল শিশুটি। এরপর যে যার মতো স্থান ত্যাগ করে।
এর কিছুক্ষণ পরেই শিশুটির লাশ ভেসে উঠে। এলাকাবাসীর দেয়া খবরে পুলিশ যেয়ে উদ্ধার করে লাশ।
এ ঘটনায় সোমবার রাতেই তরিকুল ইসলাম ও তাজিম আলী নামের দুজনকে আটক করা হয়েছে বলেও জানান ঐ পুলিশ কর্মকর্তা। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
Leave a Reply