December 23, 2024, 3:53 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটার ডেস্ক/
চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪০ জনের মৃত্যু ঘটেছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড ২ হাজার ৫৪৫ জনের শরীরে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর রবিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জন।
এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৫০ জনের। চব্বিশ ঘণ্টায় ৬০৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, সবশেষ একদিনে মৃত্যুবরণ করা ৪০ জনের মধ্যে ৩৩ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে ২৮ জনই ঢাকা বিভাগের; চট্টগ্রাম বিভাগের আটজন, খুলনা বিভাগের দুজন, রাজশাহী বিভাগের একজন এবং রংপুর বিভাগের একজন।
তাদের বয়স ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১-৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১-৬০ বছরের মধ্যে আটজন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে চারজন।
চব্বিশ ঘণ্টায় দেশের ৫২টি ল্যাব থেকে কভিড-১৯ সংক্রান্ত ১২ হাজার ২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৮৭৬টি নমুনা।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৯১ জনকে, ছাড় পেয়েছেন ১২৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫ হাজার ৭৯৪ জন।
কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৯৪৭ জনকে; ছাড় পেয়েছেন ৩ হাজার ৪২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬০ হাজার ১৮১ জন।
Leave a Reply