December 22, 2024, 11:22 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর রাতে ও সকাল ৭টার দিকে পৃথক অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, দুটি টিম গোপন সংবাদের উপর ভিত্তি করে পৃথক অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে। তবে তিনি বিস্তারিত জানেন না বলে জানান।কথা বলার সময় তিনি উপচার্যের সাথে বৈঠকে ছিলেন।
প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, লালন শাহ হলের পকেট গেটে ভোর রাত ৩টার দিকে দুইটি এবং সকালে জিয়া হলের সামনে একটি, ব্যবসায় অনুষদ ভবনের পাশে দুইটি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে একটি ককটেল পাওয়া গেছে। ইতোমধ্যে সবগুলোই নিষ্ক্রিয় করা হয়েছে।
প্রক্টর প্রফেসর শাহাদাত হোসেন বলেন কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা নেব।
Leave a Reply