December 22, 2024, 4:55 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া- ১ দৌলতপুর আসনে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হয়। সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি ছিলো উল্লেখ যোগ্য। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
দুপুরে আসনটির দিঘোলকান্দি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে কথা হয় কয়েকজন নারী ভোটারের সাথে বেবী খাতুন নামের এক ভোটার জানান, আনন্দের সাথেই ভোট দিয়েছি। নিজের ভোট নিজের পছন্দের পার্থীকে দিতে পেরে খুশি তিনি।
কথা হয় হোসেনাবাদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আশা নয়ন হোসেনের সাথে তিনি জানিয়েছেন, ঝামেলা মুক্ত সুষ্ঠু নির্বাচনে তিনি খুশি। ভোট দিয়েছেন পছন্দের পার্থীকে।
কথা হয় কামালপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আশা নারী ভোটার, ইনুরা খাতুন তিনি জানিয়েছেন সাংসারিক কাজ শেষে ভোট কেন্দ্র এসেছি নিজের ভোটটা নিজে দিতে। এই কেন্দ্রে ভোট দিতে আশা ২৫ বছর বয়সী তরুন ভোটারের সাথে কথা হয় তিনি জানান, জীবনের প্রথম ভোটটি নিজের পছন্দের পার্থীকে দিতে পেরেছি এতেই আমি খুশি।
দিঘোলকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মাহফুজুল হক বলেন, সকাল থেকে এখন পর্যন্ত নারী ভোটারের উপস্থিত বেশি, ১২ টা পর্যন্ত ১৬৮০ ভোট পড়েছে এখান কার মোট ভোটার ৪ হাজার ৮২৬ জন। কোন ঝামেলা তৈরি হয়নি।
Leave a Reply