December 22, 2024, 12:24 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আগামী ১ জুন থেকে সীমিত পরিসরে অফিস-আদালত খোলার ঘোষণার একই প্রজ্ঞাপণে আন্তঃজেলা চলাচলে যথারীতি নিষেধাজ্ঞা বহাল আছে। এ বিষয়ে কুষ্টিয়ার সকল আন্তঃজেলা রুটে কঠোর নজরদারী থাকবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
প্রজ্ঞাপণে বলা হয়েছে নিষেধাজ্ঞাকালে এক জেলা থেকে অন্য জেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। প্রতিটি জেলার প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্টের ব্যবস্থা থাকবে। জেলাপ্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।
প্রজ্ঞাপণে আরো বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে চলাচলে নিষেধাজ্ঞাকালে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ব্যতীত (প্রয়োজনীয় কেনা-বেচা, কর্মস্থলে যাতায়াত, ওষুধ কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।
তবে সর্বাবস্থায়ই বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন জানান সরকারী প্রজ্ঞাপণের প্রতিটি নিদের্শনা যথাযথভাবে বাস্তবায়নে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন করোনা নিয়নন্ত্রন আসলে সরকারের বা কারো একার কোন কাজ নয়। এটা এখন সবার। সকলে মিলে যদি নিয়ম কানুনগুলো মেনে চলি তাহলে সবাই সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব।
তিনি আবারো কুষ্টিয়াবাসীকে নিয়ম অনুসরণ করে বিচরণের আহবান জানান। ব্যবসায়ীদের সঠিকভাবে ব্যবসা পরিচালনার আহবান জানান।
পুলিশ সুপার এসএম তানভির আরাফাত পিপিএম (বার) বলেন আমরা সবাই একই রকম ঝুঁকির মধ্যে আছি। সুতরাং, কেউ নিয়ম মানাতে জোর করবে তারপর কেউ নিয়ম মানবে বিষয়টি এটি একেবারে অযৌক্তিক।
তিনি বলেন যত বাধা আসুক পুলিশ তার দায়িত্ব পালনে অবিচল থাকবে।
পুলিশ সুপারও সবাইকে সচেতন হবার আহবান জানান।
Leave a Reply