December 23, 2024, 12:32 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের জব্দকৃত থানার সামনে রাখা একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি হানিফ পরিবহনের। গত ৯ নভেবম্বর ঐ বাসটি কুষ্টিয়া-পাবনা মহাসড়কে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এরপর চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কের ওপর রেখে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে বাসটিতে আগুন লাগে। এতে বাসের ভেতরের সিট আগুনে পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস অফিসের সহকারী পরিচলক মো. জানে আলম বলেন, বাসে আগুনের খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারন তখনই বলতে পারেন নি তিনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানিয়েছেন, বিষয়টি নাশকতা হতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হানিফ পরিবহনের একজন কর্মকর্তা জানান, পুলিশ বাসটি জব্দ করে নিয়ে গিয়ে মহাসড়কের পাশে রেখে দেয়। বাসটি একেবারেই অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়। দেশের বর্তমান পরিস্থিতির কথা একদম ভাবা হয়নি।
এ ব্যাপারে জানতে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
Leave a Reply